বুধবার গ্রেপ্তার যুবককে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগের রাতে শহরের সাহাপুরস্থ বাইতুল মামুর জামে মসজিদের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শেখ ফরিদ (২৩) ফেনী সদর উপজেলার সাহাপুর এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সাহাপুরস্থ বাইতুল মামুর জামে মসজিদের সামনে অবস্থান নেয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে শেখ ফরিদকে আটক করে।
পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশে তৈরি ‘কথিত’ পিস্তল উদ্ধার করে র্যাব।
র্যাব আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি বাটসহ আড়াআড়িভাবে লম্বায় আনুমানিক আট দশমিক এক এক ইঞ্চি। লোহার হাতল সংযুক্ত লোহার ব্যারেলসহ বডি লম্বায় আনুমানিক আট দশমিক চার ইঞ্চি। এ পিস্তলের বডির পেছনে একটি লোহার ক্যাপের মধ্যে ট্রিগার, ট্রিগার গার্ড সংযুক্ত আছে।
All rights reserved © Use of website without any written permission illegal
Leave a Reply