বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে বাংলাদেশ জাতীয় দল।তবে,অাশার কথা শীঘ্রই ফিরতে যাচ্ছে টাইগাররা।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়া প্রায় চূড়ান্ত। অপেক্ষা এখন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সূচি ঘোষণার। সম্ভাব্য তারিখ হিসেবে ১৪ অক্টোবর লঙ্কা সফরে যেতে পারে টাইগাররা। তবে কোয়ারেন্টাইন ও প্রস্তুতি মিলিয়ে দু’দলের এই সিরিজ শুরু হতে সময় লাগতে পারে নভেম্বর পযর্ন্ত।
এক্ষেতে সাকিবকে দলে পাওয়ার সম্ভাবনা বেড়ে গেলো।কারণ অাগামী অক্টোবর মাসে ২৮ তারিখে সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।সাকিবের ফিরার ব্যাপারে নির্বাচক হাবিবুল বাশার খুব অাশাবাদী।তিনি বলেন, “শ্রীলংকা সিরিজে শেষ টেস্ট ম্যাচে অামরা সাকিবকে দলে পাওয়ায় খুব অাশাবাদী।এক্ষেত্রে দলে বাড়তি অ্যাডভান্টেজ যোগ হবে।বিশ্ব সেরা অলরাউন্ডের ভোগান্তি গত ৩-৪ টেস্টের বাজে প্রভাব পেললো।একই সাথে দলের সেরা তিন প্লেয়ার তামিম, সাকিব এবং মুশফিককে বিগত ৩-৪ টেস্টে একসাথে পাইনি।এখন শুধু মাঠের খেলার দিগে পুরো দল মুখিয়ে।”
All rights reserved © Use of website without any written permission illegal
Leave a Reply