চট্টগ্রামের চাঁন্দগাও এলাকায় দু’জন আইনজীবীর ভূসম্পত্তিতে আধিপত্য বিস্তার করেন খোকন শীল। ২০০৬ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এডভোকেট মো: নজরুল ইসলাম এবং চট্টগ্রাম জর্জ কোর্টের এডভোকেট এম এ ছাইয়িদ রেজিস্টার পাওয়ার বলে উক্ত পাঁচ গন্ডা সম্পত্তি জনাব হান্নানের কাছ থেকে ক্রয় করেন। বিদ্যমান জায়গার মালিকদ্বয় জানান, খোকন শীল দীর্ঘ আড়াই বছর যাবৎ বাড়ি ভাড়া পরিশোধ করছেন না। উপরন্তু তাদের কাছ থেকে চাঁদা দাবি করছেন।এলাকার কয়েকজনের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী। এছাড়া তিনি অত্র এলাকায় অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত বলেও তারা দাবি করছেন।
All rights reserved © Use of website without any written permission illegal
Leave a Reply