Notice:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com
স্বাস্থ্য ভবনে কর্মীর রহস্যমৃত্যু

স্বাস্থ্য ভবনে কর্মীর রহস্যমৃত্যু

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রধান কার্যালয়ে এক সরকারি কর্মীর রহস্যজনক মৃত্যু হল। মৃতের নাম শ্যামল অধিকারী। পুলিশ সূত্রের খবর, শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ স্বাস্থ্য ভবনের ক্যান্টিনের পিছনে একটি গাছের নীচে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। স্বাস্থ্য ভবনের পাঁচতলায় স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর কার্যালয়। সেখানেই ডিরেক্টর অব হেলথ সার্ভিসেসের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন পঞ্চাশোর্ধ্ব শ্যামলবাবু।

 

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য ভবনের কর্মীরা জানিয়েছেন, দেহটি যেখানে পড়ে ছিল, সেখানে কোনও রক্তের দাগ তাঁরা দেখেননি। পুলিশ জানিয়েছে, মৃতদেহের কাছে একটি কাঠের সিঁড়ি এমন ভাবে ছিল যেন সেটি গাছে ওঠার জন্য ব্যবহার করা হয়েছিল। তবে কী ভাবে শ্যামলবাবুর মৃত্যু হল, তা নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারীরা।

মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন শ্যামলবাবু। সম্প্রতি মেজাজ হারিয়ে তিনি নিজের মোবাইল ফোনও ভেঙে ফেলেছিলেন। এ দিন ওই কর্মীর দেহের পাশ থেকে তাঁর ভাঙা মোবাইল, একটি ব্যাগ এবং যে স্কুটারে তিনি অফিসে যাতায়াত করতেন সেটি উদ্ধার হয়েছে। কিন্তু স্বাস্থ্য দফতরের এক কর্মী যে মানসিক ভাবে এত বিপর্যস্ত, তা কোনও কর্তা-আধিকারিক কেন জানতে পারলেন না, সেই প্রশ্ন উঠেছে। যদিও তার স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

Share this post on your social media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved © Use of website without any written permission  illegal

Design & Development BY : ThemeNeed.com